ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়েছে।
১৬৮ দেশের উপরে প্রকাশিত রিপোর্টে ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ১৩তম স্থানে-যা ২০১৪ সালে ছিল ১৪তম স্থানে। আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় অর্থাৎ আফগানিস্তানের পরে।
বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি’র পক্ষ থেকে ওই রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে ২০১৪ সালের মতো বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও অবস্থানের অবনতি এবং ব্যাপকতাকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এক শ্রেণীর রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অস্বীকৃতির প্রবণতার কারণে দায়মুক্তির সংস্কৃতির সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা এবং স্বাধীনতা খর্ব করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানটির নিজস্ব সক্রিয়তা, দৃঢ়তা এবং নিরপেক্ষতার ঘাটতিতে রয়েছে। সরকারের নীতিকাঠামো দুর্নীতি সহায়ক, দুর্নীতিতে লাভবান ও দুর্নীতিকে প্রশ্রয় দানকারী মহলের আয়ত্তাধীন করার ঝুকিতে রয়েছে।
রিপোর্টে সবচেয়ে দুর্নীতি কম দেশটি হচ্ছে ডেনমার্ক আর সবচেয়ে বেশি দুর্নীতি দেশ উত্তর কোরিয়া ও সোমালিয়া।
এদিকে, অর্থমন্ত্রী এএমএ মুহিত ট্রান্সপারেন্সি রিপোর্ট সম্পর্কে বলেছেন, দুর্নীতিরোধে কোনো উন্নতি হয়নি বলে আমার ধারণা। তবে পদক্ষেপ রয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5