পুলিশ জানিয়েছে, যশোরের আপন তিন ভাই-বোন সন্ত্রাস-জঙ্গীবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আকাঙ্খায় সোমবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। দুই ভাই আর তাদের বড় বোন নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য।
পুলিশের ভাষ্য মতে, পুরো পরিবারের ৬ জন সদস্য কোনো না কোনোভাবে জঙ্গীবাদী কার্যক্রমে সম্পৃক্ত। যশোরের পুলিশ প্রধান বলেন, তাদের যথাযথ আইনি সহায়তা দেয়া হবে।
এর আগে গত আগস্টে যশোরে দুই দফায় ৪ জন হিযবুত তাহরীরের নেতা আত্মসমর্পণ করেছিলেন।
পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন পর্যায় থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য জঙ্গীদের প্রতি বারবার আহবান জানানো হলেও দেশব্যাপী এতে খুবই কম সাড়া মিলছে। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5