ভ্যাট প্রদানের ক্ষেত্রে সরকারি ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে শিক্ষার্থীদের বেতনের উপরে সরকার আরোপিত ভ্যাটের বিরুদ্ধে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, যতোক্ষণ পর্যন্ত না ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। রোববার থেকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের পক্ষে সালাহউদ্দিন মিঠু এক সংবাদ সম্মেলনে।
এদিকে অপর এক সংবাদ সম্মেলনে শনিবার থেকে টানা ৩ দিন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হয়েছে।
ছুটির দিন হওয়া সত্তেও শুক্রবার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় বিক্ষোভ প্রদর্শন করে। শত শত শিক্ষার্থীর এই বিক্ষোভের কারণে বৃহস্পতিবার ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং ঢাকা মহানগরী কার্যত অচল হয়ে পড়ে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5