সাউথ-সাউথ কো-অপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪’র ভিশনারী এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ

সাউথ-সাউথ কো-অপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪’র ভিশনারী এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ

সাউথ-সাউথ কো-অপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪’র ভিশনারী এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। ২১শে নভেম্বর শুক্রবার ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান ষ্টেটস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেণ তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Your browser doesn’t support HTML5

সাউথ-সাউথ কো-অপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪’র ভিশনারী এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি সম্প্রসারণ, র্তণমুল জনগোষ্ঠির কাছে স্বাস্থ্যসেবা পৌছেঁ দেয়া, সমাজের অবহেলিত মানুষের জীবন-মানোন্নয়ন ও দারিদ্র বিমোচনে অসামান্য সাফল্যের কারণে বাংলাদেশকে দেয়া হল ভিশনারী এ্যাওয়ার্ড। প্রধানমন্ত্রী’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পুরস্কার গ্রহণকরার পর বলেন বাংলাদেশের জন্য এ এক অসামান্য সাফল্যের স্বীকৃতি।

উন্নয়নশীল দেশসমূহের বানিজ্য, প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ও জলবায়ু খাতে পারস্পারিক সহযোগিতার অঙ্গীরের মধ্য দিয়ে, ১৭ই নভেম্বর থেকে ২১শে নভেম্বর ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান ষ্টেটস এর সদর দপ্তরে অনুষ্ঠিত সাউথ-সাউথ কো-অপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪ শেষে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানশেষে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে নিষ্ঠাও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।

১৭ই নভেম্বর এক্সপোর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিড. একে আব্দুল মোমেন। তিনিও এ পুরস্কারকে বাংলাদেশের উন্নয়নও অগ্রগতির এক দৃষ্টানত বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অর্গানাইজেশন অব আমেরিকান ষ্টেটস এর মহাসচিব ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।