বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর

BD-Saudi Mou

বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে দুই দেশের ঊর্ধ্বতন দুই জন সেনা কর্মকর্তা ওই সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছেন। রিয়াদ থেকে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক প্রশিক্ষণ, সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ অন্যান্য কিছু বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল আজিজ আহমদের সৌদি সফরের সময় এমন একটি চুক্তি হবে বলে বলা হয়েছিল। ওই সময় মাইন অপসারণের জন্য সৌদি ও ইয়েমেন সীমান্তে বাংলাদেশের ১৮শ সেনা সদস্যকে পাঠানো হবে বলে বলা হয়েছিল। পরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, এ ধরনের কোনো কার্যক্রমে বাংলাদেশ অংশ নেবে না। এদিকে, ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি সংসদে স্বাক্ষরিত ওই চুক্তির বিষয়ে আপত্তি উত্থাপন করে এটি সংবিধান সম্মত নয় বলে দাবি করেছেন। রাশেদ খান মেনন শুক্রবার ভয়েস অব আমেরিকাকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। বাংলাদেশ সংবিধানসম্মতভাবে সেখানে অংশ নিতে পারে না। চুক্তি সম্পর্কে বাংলাদেশ কর্তৃপক্ষের দিক থেকে এখনো বিস্তারিত কিছুই জানানো হয়নি।

ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর আমীর খসরু