রোহিঙ্গা ক্যাম্পের চারিদিকে কাটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার

বাংলাদেশের কক্সবাজার এলাকার অন্তত ১১টি রোহিঙ্গা ক্যাম্পের চারিদিকে কাটাতারের বেড়া নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের ক্যাম্প থেকে পালিয়ে অন্যত্র চলে যাওয়া, অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়া এবং বিদেশ পাচার রোধকল্পে এই উদ্যোগ নেয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাটাতারের বেড়া নির্মাণের জন্য ৩ কোটি ১৯ লাখ টাকা অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। ইতোপূর্বে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হলেও দাতা দেশ ও সংস্থা এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলো অধিকার ক্ষুন্নের অভিযোগে এতে তীব্র আপত্তি জানায়। কর্মকর্তারা জানান, ক্রমাবনতিশীল পরিস্থিতির কারণে সরকার এই দফায় কাটাতারের বেড়া নির্মাণের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে। যদিও বর্তমানেও দাতাদের পক্ষ থেকে ওই উদ্যোগে আপত্তি রয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।