মংডুতে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত

মিয়ানমারের মংডু শহরে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বডার্র গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিজিবি কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠকে ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।

তবে মিয়ানমারে অনুষ্ঠিত উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আঞ্চলিক কমান্ডার পর্যায়ের এই বৈঠকে রোহিঙ্গা প্রসংগে কোন আলোচনা হয়নি।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।