১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি সম্পন্ন: বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার

বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, ১৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। বান্দরবানের ঘুমধুম পয়েন্ট দিয়ে দুপুরে ১৫০ রোহিঙ্গাকে প্রত্যাবাসন করার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে এই প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সম্মতি প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন জনাব আবুল কালাম।

এ বিষয়ে ইউএনএইচসিআর এর মুখপাত্র ফাইরাস আল খাতীব কথা বলেন ভয়েস অফ আমেরিকার সাথে।

সব ঠিক থাকলে প্রথম দিনে ৩০টি পরিবারের ১৫০ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা হবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। তবে আগে থেকেই জাতিসংঘের তরফ থেকে বৃহস্পতিবার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না করার আহ্বান জানানো হয়েছে।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের প্রতিবেদন।