সৌদি আরব আরও ২৫০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাচ্ছে

সৌদি আরব কর্তৃপক্ষ নতুন করে আরও ২৫০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে একটি আন্তর্জাতিক সক্রিয়বাদী সংস্থা শনিবার জানিয়েছে। বর্তমানে সৌদি আরবের ডিটেনশন সেন্টারে আটককৃত ওই রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে রোহিঙ্গাদের নিয়ে কর্মরত সক্রিয়বাদী সংস্থা ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন।

গত ৮ জানুয়ারি প্রথম দফায় ১৩ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয়। এদিকে, বাংলাদেশের কুমিল্লা শহর ও আশপাশের এলাকা থেকে গত সপ্তাহখানেক সময়ের মধ্যেই ভারত থেকে আসা ৯১ জন রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যান্সল্যান্ডে গত শুক্রবার থেকে অপেক্ষমাণ রয়েছেন ভারত থেকে আসা ৩১ জন রোহিঙ্গা। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে অনুপ্রবেশের লক্ষ্যে কয়েক দফা চেষ্টা করলেও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি তাদের প্রবেশ করতে দেয়নি। সীমান্তে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

আমীর খসরু.ঢাকা