বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনার দায় সুইফট এড়াতে পারেনা - জানিয়েছেন  মোহাম্মদ ফরাসউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার দায় সুইফট এড়াতে পারেনা বলে জানিয়েছেন সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। রোববার ঢাকায় সাংবাদিকদের কাছে সম্প্রতি কমিটির পক্ষ থেকে সরকারের কাছে জমা দেয়া প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকে দায়ী করে বলেন সুইফট রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিেএস সিস্টেমের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংযোগ দেয়ার পর এ ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন পাকিস্তান ও উত্তর কোরিয়ার হ্যাকাররা এ ধরনের চুরির জন্য বিশেষ ম্যালওয়্যার তৈরি করে থকে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কও এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করেনি বলে উল্লেখ করে তিনি বলেন প্রাথমিক তদন্তে হ্যাকিং এর সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কোন সম্পৃক্ততা পাওয়া না গেলেও তাদের অদক্ষতা,অসাবধানতা, অজ্ঞতা ও দায়িত্ব হীনতার প্রমান মিলেছে।জহুরুল আলমের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

bank