মালিতে জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ মারা গেছেন

F

জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য পশ্চিম আফ্রিকার দেশে মালিতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে রবিবার স্থানীয় সময় বিকালে ঐ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

ঢাকায় পুলিশ সদর দফতরের মুখপাত্র জানান, রবিবার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান। আহত পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি তিনি।

পুলিশ সদর দফতরের তরফে জানান হয়েছে নিহত দুই পুলিশ সদস্যের মৃতদেহ দেশেআনার চেষ্টা চলছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

মালিতে জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ মারা গেছেন