বাংলাদেশে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট স্থগিত

বাংলাদেশে সরকার নির্ধারিত কাঠামোয় বেতন দেওয়াসহ ১১ দফা দাবি পূরণের আশ্বাস পেয়ে সারা দেশে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

শ্রমিক, মালিক এবং সরকারের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা শেষে ঐকমতের ভিত্তিতে ফেডারেশন ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছে বলে সরকারের শ্রম অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নৌযান শ্রমিকদের জন্য ২০১৬ সালের ঘোষিত বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়ন, নৌপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা, নদীর নাব্যতা রক্ষাসহ ১১ দফা দাবি আদায়ের জন্য নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার প্রথম প্রহর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে সারা দেশে নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে শ্রমিকদের ১১ দফা দাবির প্রথম সাতটি ৪৫ কার্যদিবসের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং বাকি চারটি দাবির সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।