বর্তমানে চাকরী করেন ব্যাংকে। পিরোজপুরের আলো বাতাসে বেড়ে উঠা প্রকৃতিপ্রেমী কিশোর ছেলেটির সাথে ক্যামেরার সম্পর্ক প্রায় ২০ বছরের। কিশোর ছেলেটি এখন পরিপক্ক আলোকচিত্রী। ছবি তুলে মানসিক শান্তির সাথে তিনি পেয়েছেন অনুপ্রেরণা ও দেশী-বিদেশী নানান ধরনের পুরষ্কার। তার নাম পিনু রহমান। সম্প্রতী, আমেরিকার দ্যা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস (আইপিএ) ২০২০ এর আসর থেকে পিনু জিতলেন তৃতীয় পুরস্কার। ২০১৯ সালের ফ্রেব্রুয়ারীতে চকবাজারে আগুন লাগা ট্র্যাজেডীর উপর তার তোলা “ক্রাউড ভ্যালী আফটার ডেথ” ছবিটি এডিটোরিয়াল ক্যাটেগরীতে জিতে নিয়েছে এ সম্মাননা। বিশ্বের নানা প্রান্তের পেশাদার, অপেশাদার আলোকচিত্রীদের নতুনভাবে বিশ্ব আলোকচিত্র অঙ্গনে পরিচয় করিয়ে দিতেই প্রতিবছর এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করছে আয়োজকরা। প্রতি বছর প্রতিটি ক্যাটেগরীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছবিগুলো নিয়ে একটি জমকালো প্রদর্শনী হয় নিউইয়র্ক শহরে। এ বছর ছবিগুলো নিউইয়র্ক ছাড়াও বিশ্বের বড় বড় শহর যেমন, মস্কো,প্যারিস, বুদাপেস্ট, বার্সিলোনা, টোকিও, সাংহাই, ম্যানিলা, ব্যাংকক ইত্যাদি শহরে প্রদর্শনীর কথা রয়েছে।
যেহেতু পিনু কাজ করেন ব্যাংকে। তাই শুক্র ও শনিবার, ছুটির এই দুই দিন তিনি ছবি তুলে বেড়ান। ইতিমধ্যে তিনি পেয়েছেন “ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ ২০১৯” এর “বেস্ট অফ নেশন পুরস্কার” । এছাড়াও, মস্কো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, প্যারিস অ্যারিয়েল ফটো অ্যাওয়ার্ডস সহ আরও প্রায় ৩০টির মত নানা দেশী বিদেশী পুরস্কার আছে পিনু’র ঝুড়িতে।
“দ্যা ইন্টারনশন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস” এর এবারের আসরে বাংলাদেশ থেকে আরও যারা বিভিন্ন ক্যাটেগরীতে (মোট ১৩টি ক্যাটেগরী) সম্মাননা পেয়েছেন তারা হলেন কাজী মুশফিক হোসেন ( প্রথম, ওয়েডিং), শোয়েব ফারুকী ( প্রথম, স্পোর্টস), আজিম খান রনি ( দ্বিতীয়, ট্রেডিশন ও কালচার),ফাবিহা মনির ( দ্বিতীয়, এডিটোরিয়াল), মোহাম্মদ রাকিবুল হাসান (দ্বিতীয়, ডিপার পার্সপেক্টিভ), তূর্য চৌধুরী ( তৃতীয়, এডিটোরিয়াল)। এছাড়াও অনারেবল মেনশন পেয়েছেন মোহামম্দ ফাহিম আহম্মেদ রিয়াদ, মোহামম্দ শাহনেওয়াজ খান, মোহাম্মদ আলী আশরাফ ভূইয়া প্রমুখ আলোকচিত্রীগণ।