পাকিস্তানের পররাষ্ট্র সচীব দুই দিনের এক সফরে আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশে যাচছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয় বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনাই হচ্ছে এ সফরের মুল উদ্দেশ্য।
দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০১০ সালে দুদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামাবাদে।
দুই দেশের মধ্যকার চলমান শীতল সম্পর্ক এবং টানাপড়েনের প্রেক্ষাপটে পররাষ্ট্র সচীবদের ঢাকা বৈঠকের তারিখ চারবার পেছানো হয়েছে। খবরে বলা হয় আসন্ন বৈঠকে দুদেশের মধ্যেকার বেশ কিছু ঝুলে থাকা সমস্যা ছাড়াও সন্ত্রাস দমন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হবে।
এছাড়াও, আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ গ্রহণ নিয়েও সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বলে খবরে বলা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5