নূর হোসেন নারায়ণগঞ্জের কারাগারে

চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের মুখ্য বিচারক হাকিম শহিদুল ইসলাম।

বাংলাদেশের কারাগারে দীর্ঘদিন বন্দী থাকার পর উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারন সম্পাদক অনুপ চেটিয়াকে বুধবার ভারতের কাছে হস্তান্তরের একদিন পর বৃহস্পতিবার মধ্য রাতের কিছু আগে ভারতে পালিয়ে যাওয়া সেদেশের কারাগারে আটক নারায়াণগঞ্জের ৭ খুনের মামলার প্রধান আসামী নুর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত। এরপর পুলিশ ও র‍্যাব বেনাপোল সীমান্ত থেকে তাকে শুক্রবার নারায়াণগঞ্জে নিয়ে আসে। নুর হোসেনকে এরপর আদালতে হাজির করলে ৭ খুনের দুটি এবং অপর ১১টি মামলায় আসামী করে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

Your browser doesn’t support HTML5

নূর হোসেন নারায়ণগঞ্জের কারাগারে!