উত্তর কোরিয়া কর্তৃক পরমাণু বোমা পরীক্ষা চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা জাতিসংঘের সুনির্দিষ্ট প্রস্তাব এবং পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ নীতিমালার পরিপন্থী। বাংলাদেশ এনপিটি এবং সিটিবিটি-তে স্বাক্ষরকারী একটি দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ এবং সীমিতকরণ নীতিমালায় বিশ্বাসী।
বিশ্ব শান্তির জন্য হুমকি এবং আঞ্চলিকসহ সামগ্রিকভাবে উত্তেজনা সৃষ্টিকারী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5