মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি

বাংলাদেশের বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। সে কেন বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ি এলাকায় বিচরণ করার সময় তাকে আটক করা হয়।

বিজিবি'র রামু সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান বলেন, আটককৃত সেনা সদস্য কেন বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Your browser doesn’t support HTML5

চট্টগ্রাম থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।