বাংলাদেশে ৩০শে ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে

bd-mayoral-election

আগামী ৩০শে ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ তেশরা ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত ।

দেশে এবারই প্রথম সম্প্রতি সংশোধিত স্থানীয় সরকার আইনে মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হতে যাচ্ছে। তবে সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয় ভাবে নির্বাচন হবে।

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়েছে বলে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন সব দলিই এ নির্বাচনে অংশ নেবে।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট