ভারতে আসছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রি

Bangladesh India

আগামী সপ্তাহে দিল্লিতে আসছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রি আসাদুজামান খান কামাল। তিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং আর অন্যান্য স্বরাষ্ট্র আধিকারিকদের সঙ্গে ২৮ জুলাই আলোচনায় বসবেন দুই দেশে আই এস-এর ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের সমস্যা নিয়ে। গত ১ জুলাই ঢাকার কাফে-তে জঙ্গী আক্রমণে ২০ জনের মৃত্যুর ঘটনায় জড়িত জনা দশেক ভারতে পালিয়ে এসে গা-ঢাকা দিয়েছে বলেও বাংলাদেশের সন্দেহ। এদের নাম-ধাম ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের খোঁজ খবরওচলছে। এ দেশে আই এস-কে নিয়ন্ত্রণে রাখবার কাজে ভারতের নিরাপত্তা সংস্থারা অনেকটাই সফল। ভারতের কৌশল ও অভিজ্ঞতার কথা জানতে আগ্রহী বাংলাদেশ। অন্য দিকে, জা্মাত-উল-মুজাহিদিন-বাংলাদেশ ভারতের আসাম ও পশ্চিমবঙ্গেও প্রভাব নিস্তার করছে। এদের কিছু লোকজনকে ইতিমধ্যেই ধরপাকড় করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থারা।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট