বাংলাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উত্তরের দুই বিভাগ রাজশাহী এবং রংপুরের ৪৮ উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে ভোটারের উপস্থিতি ছিল কম।
ভোটের পরিস্থিতি সম্পর্কে র্যাব-১৩ রংপুরের অধিনায়ক মোজাম্মেল হক ভোট শতভাগ সুষ্ঠু ও নিরোপেক্ষ হয়েছে উল্লেথ করে বলেন, ভোটার উপস্থিতি একটু কম ছিল। যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, জাল ভোট প্রদানসহ উপস্থিতির চেয়ে ভোট বেশি হওয়ার অভিযোগে রাজশাহী বিভাগে ৩ এবং রংপুর বিভাগে ১১টি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করেছে প্রশাসান।
Your browser doesn’t support HTML5