ভোটের সময় বিরোধিতার পর পারস্পরিক সহযোগিতায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনৈতিক বিরোধিতা হবে ভোটের সময়। এরপর পারস্পরিক সহযোগিতায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

এদিকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় এর পরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী’র রিপোর্ট।