গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় দুর্বৃত্তদের হাতে নিহত ইতালীয় নাগরিক তাবেলা সিজারের হত্যা মামলায় বিএনপির ঢাকা মহানগরের একজন নেতাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে ওই হত্যাকান্ডের বিচার কাজ মঙ্গলবার শুরু হয়েছে। আগামী ২৪ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ৭ জন আসামীর মধ্যে বিএনপি নেতা এবং আরেকজন পলাতক রয়েছেন। মামলার আসামী পক্ষের আইনজীবী অভিযোগ গঠন সঠিক হয়নি বলে অভিযোগ করেছেন।
একটি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত তাবেলা সিজারকে ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশানে হত্যা করা হয়। ওই সময় ইসলামিক স্টেট বা আইএস হত্যার দায় স্বীকার করেছিল। তবে বাংলাদেশের আইন-শৃংখলা রক্ষাবাহিনী ওই হত্যাকান্ডকে নব্য জেএমবির ধারাবাহিক হত্যাকান্ড এবং হামলার প্রথম ঘটনা বলে মনে করে।
এদিকে, জেএমবির ৪ জন সদস্যকে বাগেরহাটের পুলিশ গ্রেফতারের দাবি করেছে। সাতক্ষীরায় জামায়াতের ২ জন সদস্য পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।
Your browser doesn’t support HTML5