বাংলাদেশে ইতালীয় নাগরিক সিজার তাভেলা হত্যায় জঙ্গি সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে পুলিশ। ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান বলেছেন, তাভেলা হত্যার তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। এই হত্যার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন। গত ২৮শে সেপ্টেম্বর গুলশানে দুবৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক সিজার তাভেলা। ঘটনার পরপরই বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী আইএস এ হত্যাকা-ের দায় স্বীকার করেছে। তবে বাংলাদেশ সরকার শুরু থেকেই এ হত্যাকা-ে আইএস জড়িত নয় বলে দাবি করে আসছে। ওদিকে, রংপুরে জাপানী নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার হুমায়ূন কবির হীরাকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুই বিদেশি নাগরিক হত্যার পর বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ। পোশাক খাতেও নিরাপত্তার প্রভাব পড়তে শুরু করেছে। ঢাকায় বায়ার্স বৈঠক বাতিল হওয়ার পর পোশাকের অনেক বিদেশি ক্রেতা তাদের বাংলাদেশ সফর স্থগিত করেছেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5