আগামী দিনে ভারত বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে জামাত উল মুজাহিদিনের সদস্যরা ভারতে নাশকতা চালাতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রক কে সর্তক করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার ভিত্তিতেই পাকিস্তান সীমানার পর এবার বাংলাদেশ সীমান্তেও বিএসএফের হাতে অত্যাধুনিক প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে। খুবশীঘ্রই সীমান্ত রক্ষী বাহিনীর হাতে পৌছে যাবে এই প্রযুক্তি।পাশাপাশি সুন্দরবন এলাকায় নতুন করে ছটি সীমান্ত চৌকি তৈরিরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসএফ সূত্রের খবর কিছুদিন আগে ইসলামিক স্টেটস এর অনলাইন মুখপত্র 'দাবিক' এর একটি সংস্করনে ' রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল' খবর টি প্রকাশিত হওয়ার পরই ভারত বাংলাদেশ সীমান্তে এক ধাপে এ জাতীয় নজর দারীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:
Your browser doesn’t support HTML5