ভারতের ত্রিপুরা এবং মেঘালয় রাজ্য বাংলাদেশ-ভারত সীমান্তে আরও বর্ডার হাট বা সীমান্ত বাজার প্রতিষ্ঠার জন্য তাদের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ঢাকা ও দিল্লীর যৌথ ঘোষণায় বর্ডার হাট বা সীমান্ত বাজার প্রতিষ্ঠার কথা বলা হয়। ২০১১ সালের মাঝামাঝি প্রথম বর্ডার হাটটি বসেছিল। এরপর ত্রিপুরা ও মেঘালয় সীমান্তে ৪টি সীমান্ত বাজার চালু হয়। গত বছরের ডিসেম্বরে উভয় দেশের কর্মকর্তাদের বৈঠকে আরও ৪টি বর্ডার হাট প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। পর্যায়ক্রমে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামে বর্ডার হাট প্রতিষ্ঠার ব্যাপারেও দুই দেশ একমত হয়েছিল। এ বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর ঢাকা সফরকালে অধিক সংখ্যায় বর্ডার হাট প্রতিষ্ঠার ব্যাপারে ঢাকা-দিল্লী ঐকমত্য হয়। ঢাকায় প্রাপ্ত খবর অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তে ত্রিপুরা ১০০টি এবং মেঘালয় রাজ্য আরও ২২টি বর্ডার হাট বা সীমান্ত বাজার প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5