বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল বিনিময় হবে ৩১ জুলাই

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল বিনিময় হবে ৩১ জুলাই। বাংলাদেশ অংশে আসবে ১১১টি ছিটমহল এবং ভারতীয় অংশে যাবে ৫১টি ছিটমহল। বাংলাদেশ অংশে যে ছিটমহলগুলো আসবে তার ৯৭৯ জন অধিবাসী ভারতের যাবার জন্য নাম তালিকাভুক্ত করিয়েছেন। যারা ভারতে যাবেন তাদের যাওয়ার বিষয়াদি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা এবং উদ্ভূত সমস্যার সমাধান, ছিটমহল হস্তান্তর ব্যবস্থা চূড়ান্তকরণ, জমিজমার মালিকানার সমস্যা কিভাবে দূর করা যায় ,তা সহ বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যার সমাধান ছাড়াও ছিটমহল বিনিময়ের পরে স্থলসীমানা চিহ্নিতকরণের বিষয়ও রয়েছে। স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য এসব বিষয়গুলো সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তা পর্যায়ের যৌথ ওয়ার্কিং গ্রæপের দু’দিনব্যাপী বৈঠক বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে। দুই দেশের কর্মকর্তাগণ বিস্তারিত আলোচনা করেছেন বলে বৈঠক সূত্রে জানানো হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল বিনিময় হবে ৩১ জুলাই