ঢাকার আদুরে তুরাগ নদীর তীরে বিশ্ব তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতিমার তিন দিন ব্যাপী প্রথম পর্ব শুরু হবে আগামীকাল শুক্রবার। আয়োজক সংস্থা জানিয়েছে এবারের দুই পর্বের ইজতিমায় দেশের ৬৪ জেলার মধ্যে ৩২ টি জেলার তাবলীগ অনুসারীরা অংশ নিতে পারবেন।
এবারের প্রথম পর্ব চলবে ৮ থেকে ১০ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ই জানুয়ারি। দুই পর্বেরই শেষ হবে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে যথাক্রমে ১০ ও ১৭ই জানুয়ারি।
ইতিমধ্যেই ১১৭ একর ইজতিমাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কনকনে শীত উপেক্ষা করে প্রথম পর্বের জন্য নির্দিষ্ট ১৬ টি জেলার তাবলীগ জামাত অনুসারীরা এবং বিদেশি মেহমানরা অবস্থান নিয়েছেন ইজতিমা ময়দানে।
বিশ্ব ইজতিমায় মূলত নবী করিম (সঃ) তরিকায় চলে দুনিয়া ও আখেরাতে কিভাবে সফলতা লাভ করা যায় তার ওপর বয়ান করবেন তাবলীগ জামাতের দেশি-বিদেশি নেতারা।
এবারের বিশ্ব ইজতিমাকে ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5