বিশ্ব ইজতিমার প্রথম পর্বের প্রস্তুতি শেষ পর্যায়ে

ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিশ্ব তাবলীগ জামাতের উদ্যেগে অনুষ্ঠিতব্য দুই পর্বের বিশ্ব ইজতিমার প্রথম পর্বের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

আয়োজক সংস্থার তরফে জানা গেছে, বিশ্ব ইজতিমার দুই পর্বের প্রথম পর্ব শুরু হবে ৮ই জানুয়ারী এবং শেষ হবে ১০ই জানুয়ারী আখেরি মুনাজাতের মধ্য দিয়ে। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ই জানুয়ারী এবং শেষ হবে ১৭ই জানুয়ারী।

বিশ্ব তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতিমা তাবলীগ জামাত অনুসারীদের একটি বৃহৎ সমাবেশ, যেখানে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষ অংশ নিয়ে থাকেন। বিশ্ব ইজতিমায় তাবলীগ জামাতের নেতারা ইসলামের বিভিন্ন দিক বয়ান করে থাকেন।

আয়োজক সংস্থার সূত্রে জানা গেছে, তুরাগ নদীর তীরে ইজতিমাস্থলে ইতিমধ্যেই পাঁচ বর্গ মাইল এলাকা জুড়ে প্যান্ডেল স্থাপন এবং বিদেশী অতিথিদের থাকার ব্যবস্থার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

অন্যান্য বছরের মত এবারো ৫ থেকে ৬ হাজার বিদেশী তাবলীগ জামাত অনুসারীরা বিশ্ব ইজতিমায় অংশ নেয়ার সম্ভাবনার কথা বলেছেন আয়োজক সংস্থা। প্রথম পর্বে দেশের ১৭ টি জেলার তাবলীগ অনুসারীরা অংশ নেবেন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বিশ্ব ইজতিমার প্রথম পর্বের প্রস্তুতি শেষ পর্যায়ে