বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ

বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, অপহরণ, গণপিটুনি, হেফাজতে মৃত্যু, নারী এবং শিশু নির্যাতনসহ সামগ্রিকভাবে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো বলছে। শিশুদের প্রতি সহিংস আচরণের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে দেশে বিদেশে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবারও বলেছেন, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের কোনো ঘটনা ঘটে না। এরই প্রেক্ষাপটে বিভিন্ন সংগঠন পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন দুই জন বিশিষ্টজন- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং আইন শালিস কেন্দ্রের প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল। সুলতানা কামাল শিশুদের প্রতি সহিংস আচরণ সম্পর্কেও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটছে না বলে যা বলা হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন, মানবাধিকারের লংঘন হলে সেক্ষেত্রে আইন শৃংখলা রক্ষাবাহিনীকে ছাড় দেয়া কোন শুভ লক্ষণ নয়।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ