ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতাদের রবিবাসরীয় রিপোর্ট


যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস CPJ বাংলাদেশে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা মারাত্মক পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে । তারা বিশ্বের সবচেয়ে ঝূঁকিপূর্ণ ন’টি দেশের যে তালিকা প্রনয়ন করেছে বাংলাদেশ তাতে ষষ্ঠ স্থানে রয়েছে – জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরূ তাঁর একটি রিপোর্টে ।

Your browser doesn’t support HTML5

cpj report


বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দেশে বিচার বহির্ভুত হত্যাকান্ড সংঘটিত হওয়ার কথা অস্বীকার করা হয়েছে–জানাচ্ছেন ঢাকা থেকে জহূরূল আলম ।

Your browser doesn’t support HTML5

zahoor report


বাংলাদেশে দু’ হাজার বারো সালে তাজরিন ফ্যাশানস নামে একটি গার্মেন্টস কারখানার এক অগ্নিকান্ডে এক শ’ ১৭ জন নিহত হবার ঘটনার এক বছর তিন মাস পরে ঐ কারখানার মালিক রবিবার আদালতে আত্ম সমর্পন করেছেন – জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ।

Your browser doesn’t support HTML5

tazreen report


বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাবন্দী জামাতে ইসলামির সিনিয়র নায়েবে আমীর এ কে এম ইউসূফ মারা গিয়েছেন – জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ূর ষামন চৌধুরী ।

Your browser doesn’t support HTML5

jamat leader dies



বাংলাদেশে, পাবনার সাঁথিয়ার হিন্দু পরিবারের ওপরে হামলার ঘটনায় বাংলাদেশ হাইকোর্ট সরকারকে ৪৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে – জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ ।hindu compensatio

Your browser doesn’t support HTML5

hindu compensatio