শারীরিক প্রতিবন্ধকতা বিন্দুও আটকাতে পারেনি গুগল লোকাল গাইড কামাল হাসনাইনী কে
Your browser doesn’t support HTML5
কামাল হাসনাইনী বাংলাদেশে বাস করা একজন গুগল গাইড। শারীরিক প্রতিবন্ধকতা তাকে তার লক্ষ্য থেকে এক বিন্দুও আটকাতে পারেনি। স্বেচ্ছাসেবক গুগল গাইড হিসেবে কাজ করতে তাকে অনেক ভ্রমন করতে হয়। এই কাজ থেকে দেশের মানুষের উপকার ও সুবিধা হবে, ভাবলেই ক্লান্তিহীন এগিয়ে চলার অনুপ্রেরণা পান বলে জানান কামাল।