বাংলাদেশের তৈরি পোষাক শিল্প খাতের আয় বাড়লেও কমপ্লায়েন্স প্রশ্নে আত্মতুষ্টির অবকাশ নেই

মে’ মাসে সমাপ্ত এগারো মাসে বাংলাদেশের তৈরি পোষাক রফতানির পরিমান ছিলো , অর্থের অঙ্কে উনিশ শো কোটি ডলারেরও বেশি – আগের বছরের একই মেয়াদের তুলনায় যা কিনা প্রায় বারো শতাংশ বেশি । এ পরিস্থিতিতে তৈরি পোষাক খাতের যেসব নিরাপত্তা বন্দোবস্ত বা শ্রমিকদের সুযোগ সুবিধে সম্প্রসারনের কথা বলা হচ্ছিলো সে ব্যাপারে আত্মতুস্টির কারণে ঢিলেমি দেখা দিতে পারে কিনা তা নিয়ে জিজ্ঞাসার উদ্রেগ হচ্ছে । পোষাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন BGMEA-এর সাবেক সভাপতি সালাম মুর্শেদি এ আশংকা অমুলক উল্লেখ করে জানান – BGMEA ও BKMEA বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে এ লক্ষে দৃপ্তভাবে কাজ করে চলেছে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।bd garments

Your browser doesn’t support HTML5

bd garments