দুই বছর পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের নারী ফুটবলাররা

ফাইল ছবিতে বাংলাদেশের নারী ফুটবলারদের দেখা যাচ্ছে।

করোনা ও বিশ্ব বাস্তবতার কারণে আড়াই বছর পর সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীরা আন্তর্জাতিক ম্যাচ আবারও খেলবে। সর্বশেষ ২০১৯ সালের মার্চে বাংলাদেশ নারী জাতীয় দল সাফ ফুটবলে ভারতের বিপক্ষে খেলায় অংশ নেয়। এরপর বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিলেও জাতীয় দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। দীর্ঘ সময় সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীরা আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিলেন। বাংলাদেশ নারী জাতীয় দল এখন নেপালে অবস্থান করছে। সোমবার তারা কাঠমান্ডু গিয়ে পৌঁছান। ৯ ও ১২ সেপ্টেম্বর নেপালে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা। এই ম্যাচ নিয়ে আশাবাদী সাবিনারা। তারা অনুশীলন শুরু করেছে।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেপাল থেকে ১৩ সেপ্টেম্বর উজবেকিস্তানে যাবে নারী ফুটবলাররা। ১৯ সেপ্টেম্বর জর্ডান ও ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে লড়বে তারা। বাংলাদেশ নারী জাতীয় দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, লিগ শেষ হওয়ার পর মেয়েরা ভালোই অনুশীলন করেছে। আমার বিশ্বাস ওরা ভালো করবে। অধিনায়ক সাবিনা ঢাকা ছাড়ার আগে আশাবাদ ব্যক্ত করে বলেন, নেপালে প্রীতি ম্যাচের পরই বুঝতে পারব কোন অবস্থানে আছি। টীম ভালো করবে বলে আশা করছি।