বাংলাদেশের কক্সবাজারে বেশ কিছু ইয়াবা পাচারকারী আত্মসমর্পণ করতে যাচ্ছে। ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে অন্তত অর্ধশতাধিক ইয়াবা পাচারকারীরা আত্মসমর্পণ করবে।
সম্প্রতি ইয়াবার বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবি'র সাথে কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারীদের মৃত্যুর হার বেড়ে যায়। এরপর অনেক ইয়াবা পাচারকারী স্বপ্রণোদিত হয়েই আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করে। অনেকেই ইতোমধ্যে আত্মসমর্পণের উদ্দেশ্যে বিদেশ থেকেও ফিরে এসেছে।
গত তিন মাসে ইয়াবা বিরোধী অভিযানে ৪০ জনের মতো পাচারকারী নিহত হয়েছে।
Your browser doesn’t support HTML5