বাংলাদেশের বাজেটে ঘোষিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক।

Bangladesh Parliament

বাংলাদেশের প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘোষিত ৭ শতাংশ
প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক।

সোমবার বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের লিড ইকোনোমিস্ট ড. জাহিদ হোসেন।

তিনি বলেন, বিনিয়োগ পরিস্থিতির যদি উন্নতি করা যায়, অর্থাৎ এখনকার জিডিপির ২৯ শতাংশ বিনিয়োগ যদি আরও ২ থেকে ২.৫ শতাংশ বাড়ানো যায়, এবং বর্তমানের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।​

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট বাজেট