একুশে বই মেলা শুরু

১৯৫২'র রক্তঝরা মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি'র প্রথম দিনে বরাবরের মতো এবারও বাংলা একাডেমী প্রাঙ্গণে ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী শুরু হয়েছে একুশে বই মেলা।

সোমবার বিকালে বাংলা একাডেমী প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলা সাহিত্যের অনুবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে বলেন এর মাধ্যমে এ দেশের ধ্রুপদী ও সাম্প্রতিক সাহিত্যের নির্বাচিত সম্ভার বিশ্ব-পাঠকের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, ভাষার জন্য জাতি যেভাবে ত্যাগ স্বীকার করেছে, সেভাবে ভাষার মর্যাদা রক্ষাও সরকার কাজ করছে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ১১ জন লেখক, সাহিত্যিক, অনুবাদকের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

এ বছর চার লাখ ৭৮ হাজার বর্গফুটের পরিসরে বইমেলার আয়োজন করা হয়েছে, যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। বইমেলায় প্যাভিলিয়ন ও স্টল মিলিয়ে ৪৩১টি স্টল দেয়া হয়েছে। নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

একুশে বই মেলা শুরু