বাংলাদাশের রাজধানী ঢাকায় শিয়া মুসলমানদের ধর্মীয় মিছিলে যে বোমা হামলায় একজন নিহত ও ১০০ আহত হন; তার দায় স্বীকার করেছে ইসলামিক ষ্টেট জঙ্গি গোষ্ঠী।
ইসলামিক ষ্টেটের এক বিবৃতিতে বলা হয় তাদের সংগঠনের বাংলাদেশে কর্মরত সদস্যরা ঐ বহুইশ্বরবাদীদের অনুষ্ঠানে বোমা হামলা চালায়। আশুরা উপলক্ষে মিছিল শুরু করার আগে শনিবার শিয়া মুসলমানেরা হুসেইনি দালান খ্যাত তাদের পবিত্র মসজিদের সামনে জড়ো হলেই বিস্ফোরনটি ঘটে। পুলিশ দুজনকে গ্রফতার করেছে।
ওদিকে পাকিস্তানের জ্যাকোবাবাদে শুক্রবার আশুরার মিছিলে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।