বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি প্রধানমন্ত্রীর মঙ্গলবারে দেয়া জাতির উদ্দেশ্য ভাষণ দেশবাসীকে হতাশ করেছে বলে উল্লেখ করে বলেছে, জাতির প্রত্যাশা ছিল যে দেশে একটি গভীর রাজনৈতিক সংকট চলছে তা নিরসনে তাঁর ভাষণে একটি দিকনির্দেশনা পাওয়া যাবে।
প্রধানমন্ত্রীর ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বুধবার বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটা জাতির জন্য দুর্ভাগ্য যে তিনি একটি রুটিন বক্তব্য রেখেছেন।
ফখরুল বলেন, বিগত দুই বছর ছিল গণতন্ত্রকে নির্বাসিত করার সময় এবং নির্বাচন প্রক্রিয়াকে পুরোপুরি দলীয়করণ করে জনগণের আশা আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত করার সময়।
বিএনপি'কে অবৈধ বলে গণ্য করা উচিত প্রধানমন্ত্রীর ভাষণের এমন বক্তব্য সম্পর্কে তিনি বলেন, বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ, কারণ বাকশাল গঠনের পর আওয়ামী লীগ ছিল না। জিয়াউর রহমানের সময় বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিয়েছিল এবং তখনই আওয়ামী লীগও নিবন্ধন নেয় বলে বিএনপি মহাসচিব উল্লেখ করেন। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5