বাংলাদেশ ব্যাংকের যে ১০ কোটি ১০ লক্ষ ডলার হ্যাকিং করে চুরি করা হয়েছিল তার মধ্যে দুই কোটি ডলারের প্রাপক শ্রীলংকার শালিকা ফাউণ্ডেশানের প্রধান হাগোদা গমেজ শালিকা পেরেরা।
বার্তা সংস্থার খবরে বলা হয়, শালিকা পেরেরা বলেছেন, তাঁর সংগঠন জাপান সরকারের আর্ন্তজাতিক সাহায্য সংস্থা জাইকার কাছ থেকে দুই কোটি ডলার পাওয়ার কথা ছিল।
তবে যে দুই কোটি ডলার তার সংস্থার ব্যাংকের হিসাবে জমা হয়েছিল তা যে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করা অর্থ, তা তিনি জানতেন না বলে দাবি করেছেন।
শালিকা পেরেরা এক বন্ধুর নাম উল্লেখ না করে বলেন, তাঁর ঐ বন্ধু তাঁর সংগঠনের পক্ষে ঐ পরিমাণ অর্থের জন্য জাইকার সাথে দেন দরবার করছিলেন। জাইকা অবশ্য এ ধরনের কোন দেন দরবারের কথা সরাসরি অস্বীকার করেছে।
চুরির দুই কোটি ডলার শ্রীলংকায় পৌঁছায় ডয়েচে ব্যাংকের হাত ঘুরে। তবে ফাউণ্ডেশান শব্দের বানান ভুল থাকায় ডয়েচে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কাছে এর ব্যাখ্যা চাইলে স্থানান্তরের অনুরোধটি যে ভুয়া তা ধরা পড়ে। পরে ঐ অর্থ বাংলাদেশ বাংককে ফেরত দেয়া হয়। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5