বাংলাদেশজুড়ে হাপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই, বাড়ছে মৃত্যুর সংখ্যাও

দেশজুড়ে হাপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিফাত হোসাইন রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া রোববারই ময়মনসিংহ ও নোয়াখালীতে একজন কলেজ ছাত্রসহ ২ জন মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা শতাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ২৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছরে ডেঙ্গুর ব্যাপক বিস্তারের পরে এ পর্যন্ত ৪১ হাজার ১৮২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে সাড়ে ৯ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা হাসপাতাল ছেড়েছেন।


এদিকে, চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গু রোগের ব্যাপক বিস্তার এবং এর কারণ সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশ্ব স্বাস্থ্যসংস্থা বা ডব্লিউএইচও-এর রোগতত্ব বিষয়ক বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট