ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান জোরদার এবং নিশ্চিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটো ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ আরও কি কি পদক্ষেপ নেয়া যায়, তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
বাংলাদেশের বিমানবন্দর, বিশেষ করে ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতিতে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে বিস্তারিত আলোচনা জন্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এলান বারসিন এই মাসেই ঢাকা সফর করেন।
যুক্তরাষ্ট্রের সাথে ওয়ার্কিং গ্রুপ গঠন সম্পর্কে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন ভয়েস অফ আমেরিকাকে বলেন, এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী জানান, শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্যান্য কয়েকটি দেশের সাথেও বাংলাদেশ এ ব্যাপারে কাজ করছে।
উল্লেখ্য বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব আগেই উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5