বাংলাদেশকে আগামী ৫ বছরে ৮০০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
একই সাথে ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত এ সহায়তা বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে ব্যয়ের রূপরেখা বৃহস্পতিবার প্রকাশ করেছে সংস্থাটি।
এক বিবৃতিতে এডিবি বলেছে এর আগে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৫ বছরে এডিবি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতের জন্য ৫০০ কোটি ডলারের বেশী সহায়তা দিয়েছে।
এদিকে, বাংলাদেশের প্রবৃদ্ধির হার ২০১৭ সাল নাগাদ ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। গত ২০১৫-১৬ অর্থবছর শেষে সরকারি হিসাবে ৭ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাথমিক হিসেবে দেওয়া হয়েছে।
এডিবি উল্লেখ করেছে, এ অর্জনের বিষয়ে সহায়ক তথ্যে গরমিল রয়েছে কারণ বিনিয়োগ আগের বছরের তুলনায় খুব একটা বাড়েনি। এছাড়া কৃষি প্রবৃদ্ধিও কমেছে বলে সংস্থাটি দাবি করেছে। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5