যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেসের একটি প্রস্তাবে ভিটো দিয়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভিটো দিয়েছেন। ঐ প্রস্তাবে বলা হয়েছিল কংগ্রেস দ্বারা অনুমোদিত না হলে প্রেসিডেন্ট যেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগ না করেন। তাঁর ভিটো প্রদানের বিষয়টিকে ব্যাখ্যা করে প্রেসিডেন্ট এক বার্তায় এই প্রস্তাবকে অত্যন্ত অপমানজনক বলে অভিহিত করেন এবং বলেন, এটি যুক্তরাষ্ট্র, তার মিত্র ও শরীকদের সুরক্ষা প্রদানে প্রেসিডেন্টের ক্ষমতাকে মারাত্মকভাবে খর্ব করতো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্ধিত ‍উত্তেজনার সময়ে বিধায়করা এই প্রস্তাব সমর্থন করে এই ইচ্ছে প্রকাশ করেন যাতে করে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে নিশ্চিত করা যায়। জানুয়ারি মাসে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিমান হামলার নির্দেশ দেন যার ফলে ইরানি জেনারেল কাসেম সুলায়মানি নিহত হন।