আলাপন: দিল্লি পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ায় ধর্মীয় রাজনীতি

ভারতের রাজধানী দিল্লিতে টানা চার দিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত দু'শো জন। গত রবিবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তা ছড়িয়ে পড়ে। ঐ সংঘর্ষের নানা দিক এবং দক্ষিণ এশিয়ায় ধর্মীয় রাজনীতির প্রভাব জানতেই আজকের আলাপন।

আজকে অতিথি ছিলেন দিল্লি থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক অধ্যাপক অমিতাভ বসু, দিল্লীতে বসবাসকারী কলামিস্ট অধ্যাপক সায়নদেব চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমেনা মহসিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: দিল্লি পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ায় ধর্মীয় রাজনীতি