গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে

গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান তার আগের বছরের তুলনায় অবনতি ঘটেছে।

গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ প্রকাশিত বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচক-২০১৯ এ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা চার ধাপ অবনতি ঘটেছে। বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবছর ১৫০ তম যা তার আগের বছরে ছিল ১৪৬ তম। আরএসএফ এর পর্যবেক্ষণে বলা হয়েছে বাংলাদেশের সাংবাদিকরা সহিংসতা ,অহেতুক গ্রেফতার এবং অন্যন্য নিপীড়নের শিকার হচ্ছেন ।

সুচকে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানের অবস্থান পড়তির দিকে থাকলেও দুই দেশই গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। ভারত ও পাকিস্তানের সূচক ২০১৯ সালে দুই ও তিন ধাপ নেমে যথাক্রমে ১৪০ এবং ১৪২ তম অবস্থানে রয়েছে । নেপালের অবস্থান গত বছরের মত এবারও ১০৬তম অবস্থানে অপরিবর্তিত রয়েছে । সুচকে ইউরোপের দেশ নরওয়ে টানা তৃতীয় বারের মতো শীর্ষে রয়েছে এবং তলানিতে রয়েছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট