বাংলাদেশের পুলিশের সাথে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশত লোক

বাংলাদেশের সোমবার পুলিশের সাথে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ব্যাপক সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হওায়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে গত তিন দিন যাবত আন্দোলন করে আসছিল । সোমবার তা ব্যাপক আকার ধারণ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত সাধারণ শ্রমিক আহত হন। এসময় শ্রমিকরা ২০থেকে ২৫টি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে পুলিশের তরফে জানান হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট