আদালতের আদেশ অমান্য করে সুদানে ফিরেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির

আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের দায়ে গ্রেফতার করা হবে কি না সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দক্ষিন আফ্রিকায় অবস্থানের আদালতের আদেশ অমান্য করে সুদানের রাজধানী খার্তুমে ফিরেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির।

প্রেসিডেন্ট বশিরের সমর্থকরা সোমবার খার্তুম বিমান বন্দরে তাকে আফ্রিকার সিংহ আখ্যা দিয়ে অভ্যর্থনা জানান। সোমবার আদালত কতৃক তাকে কারাগারে পাঠানো ও জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের জন্যে পাঠানোর নির্দেশ ঘোষণার সামান্য আগে তিনি দক্ষিন আফ্রিকা ত্যাগ করেন।

গ্রেফতারি পরোয়ানা জারির আগে মিষ্টার বশিরকে দেশ ত্যাগ করার অনুমতি দেয়ার দক্ষিন আফ্রিকার সরকারের কড়া সমালোচনা করেন বিচারক ডানস্টান মলাম্বো।

সুদানের দারফুরে গনহত্যার অভিযোগ তোলা হযেছে মিষ্টার বশিরের বিরুদ্ধে যাতে, জাতিসংঘের হিসাব অনুযায়ী ৩ লক্ষ মানুষ হত্যা করা হয় এবং ঘরবাড়ী ছাড়া হয় ২০ লক্ষ মানুষ।