সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল আসাদ নিরংকুশ বিজয় অর্জন করেছেন। এর মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের ন্যায় ৭ বছরের জন্য প্রেসিডেন্ট থাকার অধিকার পেলেন।
সিরিয়ার সংসদের স্পিকার মোহামেদ লাহাম বলেন ১ কোটিরও বেশী মানুষ মঙ্গলবারের নির্বাচনে আসাদের পক্ষে ভোট দেন, যাতে তিনি ৮৯ শতাংশ ভোট পান। ভোটার উপস্থিতি ছিল ৭৩ শতাংশ। তবে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলসমূহেই এই নির্বfচন অনুষ্ঠিত হয়।
দামেস্কে নির্বাচনের পর উৎসব চললেও যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রী জন কেরী এবং ইউরোপীয়ন ইউনিয়ন নির্বাচনের সমালোচনা করেন। কেরী এই নির্বাচনকে বিশাল এক শুন্য আখ্যা দেন এই বলে যে এ নির্বাচনকে বস্তুনিষ্ঠ বলা যায় না কারন লক্ষ লক্ষ ভোটার এতে ভোট দিতে পারেন নি।
সিরিয়ার সংসদের স্পিকার মোহামেদ লাহাম বলেন ১ কোটিরও বেশী মানুষ মঙ্গলবারের নির্বাচনে আসাদের পক্ষে ভোট দেন, যাতে তিনি ৮৯ শতাংশ ভোট পান। ভোটার উপস্থিতি ছিল ৭৩ শতাংশ। তবে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলসমূহেই এই নির্বfচন অনুষ্ঠিত হয়।
দামেস্কে নির্বাচনের পর উৎসব চললেও যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রী জন কেরী এবং ইউরোপীয়ন ইউনিয়ন নির্বাচনের সমালোচনা করেন। কেরী এই নির্বাচনকে বিশাল এক শুন্য আখ্যা দেন এই বলে যে এ নির্বাচনকে বস্তুনিষ্ঠ বলা যায় না কারন লক্ষ লক্ষ ভোটার এতে ভোট দিতে পারেন নি।