ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

প্রবীণ রাজনীতিবিদ এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিগত কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট এরশাদ এবং পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার সরকারের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪০ সালে তিনি নোয়াখালী জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন।

Your browser doesn’t support HTML5

ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন