দোষ স্বীকার না করলেও শাস্তি দেওয়ার বিধান যুক্ত করে মোবাইল কোর্ট আইন সংশোধন করা হলে তা আইনের শাসনের পরিপন্থি হবে বলে মনে করে বাংলাদেশ বার কাউন্সিল। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ভ্রাম্যমান আদালতের আওতায় সাজার পরিমাণ বাড়ানোর প্রয়োজন হলে ওই আইনে বিচারিক ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর ন্যস্ত করতে হবে। তা না হলে বিচার বিভাগ পৃথককরণের উদ্দেশ্য ব্যাহত হবে এবং হয়রানির শিকার হবে নিরীহ জনগণ।
এক সংবাদ সম্মেলনে মোবাইল কোর্ট আইন সংশোধন না করার জন্যও খন্দকার মাহবুব সরকারের প্রতি আহবান জানান। গত ২২ জুন মন্ত্রিসভা মোবাইল কোর্ট (সংশোধন) আইন ২০১৫-এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়। এতে দোষ স্বীকার না করলেও সাক্ষ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিশেস্নষণ করে নির্বাহি ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দণ্ড দিতে পারবেন এমন বিধান সংযুক্ত করা হয়। এছাড়া বলা হয়, অভিযুক্ত পালিয়ে গেলেও তার বিরম্নদ্ধে মামলা করার হুকুম দিতে পারবেন ম্যাজিস্ট্রেট। আইন বিশেষজ্ঞরা প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতা করছেন। আরও জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
Your browser doesn’t support HTML5